কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারী নিহত

কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারী নিহত

২৮ May ২০২৫ Wednesday ৭:০৮:৩৯ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারী নিহত

কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহিনীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (২৮মে) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী।নিহত পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ৮টার দিকে আব্দুর রব আকনের স্ত্রী রোকেয়া নিজ জমিতে চাষের উদ্দেশ্যে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর আঃ হাই এর সাথে কথা বলছিলেন, এসময় প্রতিবেশি জাহাঙ্গীর আকন আতর্কিতভাবে পিছন থেকে লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করে এবং লোহার রড দিয়ে নির্মমভাবে পিটাতে থাকে। এতে সে ঘটানাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় রোকেয়া বেগমের কন্যা আফিয়ার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে জাহাঙ্গীর ও আলমগীর, সোবাহানসহ তার সহযোগীরা রেকেয়া বেগমকে ফেলে রেখে চলে যায়।আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া, ছেলে আবুসালেহ প্রতিবেশিদের সহোযোগিতায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোকেয়া বেগমের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান আকনের ছেলে জাহাঙ্গীর ওরফে জাকির আকনের সাথে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, হামলায় রোকেয়া বেগম গুরুত্বর আহত হলে তাঁকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





আ. লীগের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে

বরিশালের বটতলায় দশতলা ভবনে আগুন

সন্ধ্যার মধ্যে বরিশাল অঞ্চলসহ ১০ জেলায় ঝড়ের আভাস

ফয়জুল করীমকে মেয়র ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা প্রস্তুত ভোলা উপকূল

Explore More Districts