কাউখালীতে ছাত্রদল নেতার উপর হামলাঃ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

কাউখালীতে ছাত্রদল নেতার উপর হামলাঃ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

১ July ২০২৫ Tuesday ৫:৪৬:১৮ PM

Print this E-mail this


কাউখালীতে ছাত্রদল নেতার উপর হামলাঃ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

কাউখালীপিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় এক ইউ পি চেয়ারম্যান সহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এরা হলেন,পিরোজপুরের কাউখালি উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউ পি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি মিজাসুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে ত্রাসের রাজত্ব করে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।তার অপসারনের দাবীতে গত ২ জানুয়ারী এলাকাবাসী মানববন্ধন করে ছিল।

মঙ্গলবার(১জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমান সহ অন্যরা দেশী অস্ত্র,বোমা,নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমন সহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আাসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts