কাউখালীতে কচাঁ নদীতে দুইটি বেহুন্দি জাল জব্দ

কাউখালীতে কচাঁ নদীতে দুইটি বেহুন্দি জাল জব্দ

২৩ June ২০২৫ Monday ৮:০৪:৩৬ PM

Print this E-mail this


কাউখালীতে কচাঁ নদীতে দুইটি বেহুন্দি জাল জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালী উপজেলার কচা নদীতে মৎস্য বিভাগ ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ২টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। যার বাজার মুল্য দেড় লাখ টাকা।

সোমবার (২৩জুন)বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকায় কচা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান টের পেয়ে জাল রেখে পালিয়ে যান জেলেরা। পরে ২টি বেহুন্দি জাল জব্দ করে নিয়ে আসা হয়।

তিনি বলেন, জাটকা সংরক্ষণ অভিযান এর অংশ হিসেবে মৎস্য বিভাগ ও কাউখালী থানা পুলিশ উদ্যোগে এসব বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts