কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার(ভুমি) সুদীপ্ত দেবনাথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।বুধবার (২৫জুন) বিকেলে হাসপাতাল রোড ও শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় ওই অভিযানে জরিমানা করেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হাসপাতাল রোডের মাহাফুজ মেডিকেল হলের মালিক মো: মিজানকে ৩ হাজার টাকা এবং চৌরাস্তা এলাকায় খান ফার্মেসীর আসাদুজ্জামান কে ৫ হাজার জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক রাহুল কৃষ্ণ রায়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেলস পার্কের উচ্ছেদ সফল হয়নি এখনো বহাল শতাধিক দোকান!