কাউখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

কাউখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও  শান্তি সমাবেশ

৬ নভেম্বর ২০২৩ সোমবার ৯:১৫:২৫ অপরাহ্ন

Print this E-mail this


কাউখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও  শান্তি সমাবেশ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল হয়েছে। সোমবার (৬নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ হয়।

হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে তখন তারা হরতাল অবরোধসহ সন্ত্রাসী নৈরাজ্য চালাচ্ছে। তাদের হরতাল অবরোধ দেশ কিংবা মানুষের কল্যানে নয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts