কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড
২ December ২০২৪ Monday ৭:১২:৪৬ PM
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে অবৈধ চরগরা জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড প্রদান করেন।এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চিরাপাড়া ,দক্ষিন বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ চরগড়া জালসহ পুর্ব আমরাজুড়ি গ্রামের মীর মাহাবুব, বাশুরী গ্রামের মো:আজিম ও রুহুল আমীন এই তিন জেলেকে কাউখালী নৌ পুলিশ আটক করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মহানগর বিএনপিতে বিরোধ , হয়নি সভা
এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ভোলায় গ্রেপ্তার
এ দেশের মানুষ ভারতবিরোধী নয়: নৌ উপদেষ্টা
‘জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না’
কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত