২৩ June ২০২৫ Monday ৮:০০:৩৩ PM | ![]() ![]() ![]() ![]() |
কাউখালী (পিরোজপুর)সংবাদ দাতাপিরোজপুরের কাউখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অনুমোদন ছাড়া ভেজাল ঘি প্রস্তুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩জুন) দুপুরে উত্তর বাজারে আদি নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।
দণ্ডিত ব্যবসায়ী হলেন আদি নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারের মালিক চিত্ত রঞ্জন কুন্ডু।
পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ জানান, অভিযানে দি আদি নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারকে নিরাপদ খাদ্য আইন ২০১৩এর ৩৯ ধারার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা অনুমোদনও লেভেল ছাড়া ভেজাল ঘি উৎপাদন এবং বিক্রি করেছিল।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |