কাঁঠালিয়া উপজেলা আ. লীগ নেতা গ্রেফতার

কাঁঠালিয়া উপজেলা আ. লীগ নেতা গ্রেফতার

১১ September ২০২৫ Thursday ১:২০:০৭ PM

Print this E-mail this


কাঁকাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

কাঁঠালিয়া উপজেলা আ. লীগ নেতা গ্রেফতার

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা সিদ্দিকুর রহমান উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবং উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের মৃত্যু মুনসুর আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, গত ২০২৩ সালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে ২০২৪ সালে থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত মাওলানা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts