২ March ২০২৫ Sunday ১:৪৪:৩৯ PM | ![]() ![]() ![]() ![]() |
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। আহত সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর ছিটকী গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে পূর্ব ছিটকী আকনের হাটের হার্ডওয়্যার ব্যবসায়ী রায়হান হওলাদার ব্যবসায়ীক কাজে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে যাওয়ার পথে গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আকনের হাটের পশ্চিম পার্শ্বে হাওলাদার বাড়ির সামনে পৌছানো মাত্র পূর্ব পরিকল্পনা মোতাবেক উত্তর চড়াইল গ্রামের মীর খালেকের ছেলে তায়েবের নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা আবু কালাম, লিওন,সাকিব,রাব্বিসহ অজ্ঞাতনাম ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার টাকা বানিব্যাগ ঘড়ি নিয়ে যায় এবং তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় ব্যবসায়ী রায়হানের পিতা ইদ্রিস হাওলাদার ডাক চিৎকার শুনে ছেলেকে বাচাতে আসলে তাকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী বাহিনী সুকৌশলে পালিয়ে যায়, এরপর আহত অবস্থায় রায়হান ও তার পিতাকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, পূর্ব ছিটকী আকনের হাটের হার্ডওয়্যার ব্যবসায়ী রায়হান হওলাদারের খালু উত্তর চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরোয়ার মাস্টারকে স্থানীয় সন্ত্রাসীদের মদতদাতা আলমের নেতৃত্বে মারধর করা হয়।
তখন ব্যবসায়ী রায়হান তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে,এতে সন্ত্রাসী বাহিনী রায়হান ও তার পরিবারের উপর ক্ষোভের সৃষ্টি হয় বলে ধরনা এলাকাবাসীর। আলম বাহিনীর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই নৃশংস হামলা ও জখম।
এলাকার মূর্তিমান আতঙ্ক আলম বাহিনীর একাধিক সদস্যের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে ফোনে পাওয়া যায় নি।
কাঠালিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের রশিদ মীরের ছেলে আলম মীর সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় মারামারি, চাদাবাজি ও বিস্ফোরক আইনে পাচটি মামলা রয়েছে।
সম্প্রতি স্কুল শিক্ষক সরোয়ারকে মরধরের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, যার মামলা নং- ১৪/২০২৫ এছাড়াও অন্যান্য মামলাগুলোর ধারা ও মামলা নাম্বার সমূহ ১। (9SW8A) ঝালকাঠি এর কাঁঠালিয়া থানার এফআইআর নং-৩, তারিখ- ০৪/১২/২০২২; জি আর নং-৯১, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩২৩ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৩-ক ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন, ২। (IETBF) ঝালকাঠি এর কাঁঠালিয়া থানার, এফআইআর নং-৬/৪৭, তারিখ- ১৬/০৫/২০২১; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; ৩। (9BNPS) ঝালকাঠি এর কাঁঠালিয়া থানার এফআইআর নং-৫, তারিখ-২৯/০৯/২০২৩, জি আর নং-৭৭,ধারা-143/447/323/379/427/354/506(2) পেনাল কোড 1860; ৪। (1T9NB) ঝালকাঠি এর কাঁঠালিয়া থানার, এফআইআর নং-১, তারিখ- ০২/১০/ ২০২২; জি আর নং-৬৯, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০।
সুত্রে আরো জানা যায়, ২৭ ফেব্রুয়ারী ব্যবসায়ী রায়হানকে কোপানোর ঘন্টা খানিক আগে স্কুল শিক্ষক সরোয়ারকে মরধরের মামলায় আলমকে গ্রেপ্তার করা হয়। আটকের জেরে সন্ত্রাসী বাহিনীর অন্যান্য সদস্যরা শিক্ষক সরোয়ার মাস্টারের আত্মীয় ব্যবসায়ী রায়হানের উপর হামলা করতে পারে বলে ধারনা থানা পুলিশের।
এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি শুনেছি, একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং অপরজনকে উপর্যুপরি পেটানো হয়। দুইজনই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |