| ১৬ November ২০২৫ Sunday ৮:৩১:১৫ PM | |
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর দীপন হালদার (২৫) নামে এক যুবকের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কালিশংকর গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শাহ আলম ও কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা ঘটনাস্থল পরিদর্শন করেন। যুবক ওই গ্রামের সদানন্দ হালদারের ছেলে ও এক সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে মাছ শিকার করার কথা বলে ঘর থেকে হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাড়ির পাশের খালে দীপনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

