| ৬ November ২০২৫ Thursday ১:৩৪:৩৫ PM | |
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে তামিম হাওলাদার নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম হাওলাদার পাশের গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
শিশুটির নানা শাহজাহান মোল্লা জানান, সম্প্রতি তামিমকে নিয়ে তার মা ফারজানা আক্তার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে মা ফারজানা ছেলেকে ঘরে রেখে বাথরুমে যায়। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্বজনরা।
বিকেলে বাড়ির পাশের খালের পানিতে শিশু তামিমের ব্যবহৃত জুতা ভাসতে দেখেন স্বজনরা। পরে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

