কলারোয়ায় রানু হত্যা মামলার প্রধান আসামী শ্যামনগর থেকে গ্রেফতার

কলারোয়ায় রানু হত্যা মামলার প্রধান আসামী শ্যামনগর থেকে গ্রেফতার



Post Views:
১৫৩

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় রানু খাতুন হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুজিবর রহমান কলারোয়া থানার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর সহকারি পুলিশ সুপার গ্যালিব বৃহষ্পতিবার দুপুরে এক প্রেস বিবৃতিতে জানান, কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মজিবুর রহমান তার স্ত্রী মোছা. রানু খাতুনকে (৩২) গত বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যান। এঘটনায় নিহতের মা উপজেলার রঘুনাথপুর গ্রামের বেলফুল বেগম বাদি হয়ে বুধবার দুপুরে মজিবরের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব বুধবার রাতেই শ্যামনগর উপজেলার ধুমঘাট থেকে মজিবরকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার বিকেলে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts