কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৪ জুন ২০২১ শুক্রবার ৮:১৬:৪৮ অপরাহ্ন

Print this E-mail this


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় রসিদ খান (৪০) ও রিপন হাওলাদার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রসিদ খানকে মধ্যপাই অবস্থায় পৌর শহররে নাচনাপাড়ার ফায়ার সার্ভিস সড়কের বন্ধ একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃত রসিদদের বাবার নাম ইউসুফ খান।

সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাসিন্দা।

অপরদিকে,মাদক ব্যবসায়ী রিপন হাওলাদারকে কলাপাড়া কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মৃত আলমাস হাওলাদার ছেলে। 

কলাপাড়া থানার এস আই আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক ভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে তিনি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts