১১ May ২০২৫ Sunday ৬:৫১:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।
কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।
রবিবার দুপুর ১২ টার দিকে পৌরশহরের এতিমখানা এবং রহমতপুর এলাকায় খাল দখল করে তোলা ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, আমরা কলাপাড়া বাসী সংগঠন, পৌরসভার জ্যেষ্ঠ কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে এক সপ্তাহের সময় দিয়ে ১৪ জনকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নিজ উদ্যেগে অবৈধ এ স্থাপনা গুলো সরিয়ে না নেয়ায় পৌরকর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন ওই স্থাপনা গুলো ভেঙ্গে দিচ্ছে। পর্যায়ক্রমে চার কিলোমিটার খাল দখলমুক্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগে দেখতাম খালের পাড় দখল করে, আর এখন পুরো খাল দখল করছে। অবৈধ এ স্থাপনা উচ্ছেদ করে খালের দু’পাড় বাঁধিয়ে দৃষ্টিনন্দন করা হবে। এজন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |