কলাপাড়ায় শীতে চীনা শ্রমিকের মৃত্যু!

কলাপাড়ায় শীতে চীনা শ্রমিকের মৃত্যু!

১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ১২:৩০:৩৬ পূর্বাহ্ন

Print this E-mail this


কলাপাড়ায় শীতে চীনা শ্রমিকের মৃত্যু!

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রেন ঝি (৪০)।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সৌরবিদ্যুৎচালিত ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts