কলাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, স্বামী দেবর ননদসহ ৭ জন গ্রেফতার

কলাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, স্বামী দেবর ননদসহ ৭ জন গ্রেফতার

৩ April ২০২৫ Thursday ৬:১৫:৫৬ PM

Print this E-mail this


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, স্বামী দেবর ননদসহ ৭ জন গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী আখি আক্তার (৩৫) মঙ্গলবার মধ্য রাতে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় তার স্বামী আলমগীর সিকদার, ননদ নাছিমা বেগম, দুই ভাগনে, এক দেবর, এক ভাগনে বউ ও ভাসুরের এক পূত্রবধূসহ মোট সাত জনকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় গৃহবধূ আখি বেগম। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদের কারণে বাড়িঘরে আমন্ত্রিত মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমুতে যান। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমুতে যান। আখি তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে ডাকচিৎকার করতে থাকে। রাত আনুমানিক তিন টার দিকে বাড়ির লোকজন নারী কন্ঠের চিৎকার শুনে সবাই গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে আছে। নিখোঁজ গৃহবধূ আখির ছেলে নবম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া ছেলে আসাদুল সিকদার ৯৯৯ এ কল দেয়। পুলিশের একাধিক উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতে নিখোঁজ গ্রহবধূর স্বামী, ননদ দেবরসহ সাতজনকে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





“ভারতের চাপিয়ে দেওয়া মিথ্যা বিজয় দিবস পালন করছি আমরা”: ব্যারিস্টার ফুয়াদ

বরিশালে ঈদের জামাতে দেশ-জাতির সমৃদ্ধি কামনা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলা;অভিযোগ স্বেচ্ছাসেবকদলের নেতার দিকে

বরিশালে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত: জহির উদ্দিন স্বপন

Explore More Districts