৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার ১:২০:০০ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

চিকিৎসা সেবা নিশ্চিতে সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুল্যে সেবা নিশ্চিত করার দায়ে কলাপাড়ার ম্যাক্স হাসপাল কর্তৃপক্ষের ২০ হাজার টাকা এবং মেয়াদ উত্তির্ন এবং রেট চার্টসহ নানা অভিযোগে মুক্তি ডায়াগনস্টিক ল্যাব কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করছে ভোক্তা অধিকার।
মঙ্গলবার(৬ ফেব্রুঃ) দুপুরে অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। এ সময় মোয়দ উত্তির্ণ ঔষধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ০৭ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করাহয়। তিনটি প্রতিষ্ঠানে মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনেটরী ইন্সপেক্টরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |