কলাপাড়ায় ‘ভূমিদস্যু’ আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় ‘ভূমিদস্যু’ আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন

২১ October ২০২৫ Tuesday ৭:৪৩:৫৩ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

কলাপাড়ায় ‘ভূমিদস্যু’ আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ‘ভূমিদস্যু’ আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ধুলাস্বার ইউনিয়নের ভুক্তভোগী ও নিরীহ সাধারণ মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত আনোয়ার উপজেলার ধুলাস্বার ইউনিয়নের নওয়াব আলি মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী।

অভিযোগ রয়েছে, আনোয়ার আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে অবৈধভাবে জমি দখল, ভয়ভীতি দেখানো ও ভুয়া দলিল তৈরি করে বহু মানুষের বাসস্থান ও কৃষিজমি থেকে উচ্ছেদ করছেন। তার ভুয়া মামলা থেকে রেহাই পাননি তার আপন চাচাও।

অভিযুক্ত আনোয়ারের আপন বড় চাচা ইব্রাহীম (৭১) বলেন, ‘আনোয়ার একটা মামলা বাজ। রেকর্ড করা সম্পত্তি বিক্রি করেও সেই জমি মালিকদের খাইতে দেয় না। কোনা সালিশ ব্যবস্থা মানছে না। বারবার মামলা দিয়ে হয়রানি থেকে আমরা বাচতে চাই এবং সুষ্ঠু ফয়সালা চাই আমরা।’

আনোয়ারের হাত থেকে রেহাই পাননি ৫২ বছরের হাসিনাও।

জানতে চাইলে তিনি বলেন, ‘আনোয়ার নামে ওই ব্যক্তি দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের জমি দখল করে আসছে। জমির কাছে গেলে আমাকে পানিতে চুবিয়েছে। থানায় গিয়েও কিচ্ছু সমাধান হয়নি। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা চাই সুষ্ঠু ফয়সালা।’

আনোয়ারের মামলায় নিঃস্ব হওয়ার পথে কুয়াকাটা সৈকতের ডাব ব্যবসায়ী হারুন। জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এখানে প্রশাসনও তার পক্ষ নেয়। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। আমরা এখন আমাদের নিজেদের বাড়িতেই নিরাপদ না। এ ভূমিদস্যু প্রভাবশালী রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। তার বিরুদ্ধে কথা বললেই হয়রানি, মামলা, এমনকি হামলার শিকার হতে হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার হাওলাদারকে ফোন দিলে তিনি কোর্টে ব্যস্ত আছেন বলে সংযোগটি কেটে দেন।

মানববন্ধনে ভুক্তভোগী, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts