কলাপাড়ায় দিন দুপুরে ৮ ভড়ি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

কলাপাড়ায় দিন দুপুরে ৮ ভড়ি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

২০ May ২০২৫ Tuesday ৪:৫১:৪৭ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় দিন দুপুরে ৮ ভড়ি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

পটুয়াখালীর কলাপাড়ায় দিন দুপুরে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৪ হাজার টাকা চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাব গঞ্জ গ্রামে।

ভুক্তভোগী দলিল লিখক পলাশ চন্দ্র হালদার জানায়,প্রতিদিনের মতো তার স্ত্রী বৃষ্টি হালদার সন্তানদের নিয়ে কলাপাড়া পৌরশহরের একটি স্কুলে যায়। তিনি নিজেও একই শহরে ব্যাবসাপ্রতিষ্ঠানে চলে যায়। সেই সুযোগে সংঘবদ্ধ চোর চক্রটি ঘরের টিনের বেড়াকেটে ঘরে প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙ্গে সাড়ে আট ভড়ি স্বর্ণালংকার ও নগদ ১৪ হাজার টাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভূগছেন।

প্রতিবেশী লিটন সাহা জানান, পার্সবর্তি মহিপুর থানা ও কলাপাড়ায় একের পর এক ডাকাতি, চুরি,ছিনতাই,খুন সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এতেকরে নীলগঞ্জে ইউনিয়নের সংখ্যালঘূ অধ্যূসিত এলাকার পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর প্রতিকারে আমরা কলাপাড়া উপজেলার আইনসৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জুয়েল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশের একটি টীম গেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts