কলাপাড়ায় খাল দখলদারদের বিরুদ্ধে ৪ দিনের আল্টিমেটাম
২৭ April ২০২৫ Sunday ৪:৫০:২১ PM
সৈয়দ রাসেল, কলাপাড়া.কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইজ সংলগ্ন খালগুলো থেকে অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ্যে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস। এ সময় তিনি দখলদারদের সতর্ক করে বলেন, “খাল কৃষকের চাষাবাদের জন্য অপরিহার্য। কেউ ব্যক্তিগতভাবে পুকুর বা খাল বাঁধ দিয়ে, বেড়া দিয়ে মাছ চাষ বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না।” তিনি আরও বলেন, সংশ্লিষ্ট খালগুলোর সব ধরনের অবৈধ দখল নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। যদি কেউ বাধা দেয়, তবে কৃষকদের সমন্বয়ে প্রশাসনের সহায়তায় জোরপূর্বক খাল উদ্ধার করা হবে। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্যাদা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “খাল দখলমুক্ত করতে কেউ বাধা দিলে, সে যেই হোক, যত ক্ষমতাবানই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সবসময় নিপীড়িত কৃষকদের পাশে আছে।” তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, “যারা খাল দখল করে নিশ্চিন্তে আছেন, তাদের সময় শেষ। বিএনপি কৃষকদের পাশে থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেবে।” তবে ইউপি চেয়ারম্যানের আল্টিমেটামের ঘোষণায় স্থানীয় কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং দখলমুক্ত খালে সেচ সুবিধা পেলে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পটুয়াখালীতে বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
জিয়াউল আহসানের জমি ও ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের
নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল
বরিশালে টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করে দিলেন এসআই সাইফুল!