কলাপাড়ায় এক পাঙ্গাসে ১৪ কেজি

কলাপাড়ায় এক পাঙ্গাসে  ১৪ কেজি

২০ November ২০২৪ Wednesday ১২:২৩:৩৪ AM

Print this E-mail this


কলাপাড়ায় এক পাঙ্গাসে  ১৪ কেজি

সৈয়দ রাসেল, কলাপাড়া।।   পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি  ওজনের একটি পাঙ্গাস মাছ। মঙ্গলবার সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী পাঙ্গাসটি ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম হাকছেন ৮০০ টাকা কেজি দরে ১১ হাজার ২০০ টাকা। এর আগে সকালে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।জেলে মোহাম্মদ অলি বলেন, খুব ভোরে রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষন পরই এই পাঙ্গাসটি আমার জালে ধরা পড়ে৷ এসময় আর ছোট দুই কেজি ওজনের দুটি পাঙ্গাস সহ অন্যান্য মাছও আমার জালে ধরা পড়ে। এতো বড় পাঙ্গাস এর আগে আর আমার জালে ধরা পড়েনি। দুপুরের দিকে মাছটি বাজারে নিয়ে আসলে হাসান ভাই আমার কাছ থেকে কিনে নিয়েছেন। এতো বড় মাছ ধরা পড়ায় আল্লাহর কাছ শুকরিয়া আদায় এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেকটা আনন্দিত।মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, এতো বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায়না। তাই মাছটি আমি ৭০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। এখন ৮০০ টাকা কেজি দরে হলে বিক্রি করব। কারন এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতো না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দিবো।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিলো। এই অবরোর সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। আশা করছি জেলেদের জালে পাঙ্গাস সহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল বিএনপি অফিস পোড়ানো মামলায় মহিলা আ’লীগ নেত্রী কহিনুর গ্রেপ্তার

অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব: আইন উপদেষ্টা

আন্দোলনে আহত ইমরান গাজীর পাশে জেলা প্রশাসক 

আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

বরিশালে গ*ণধ*র্ষ*ণের পর হ*ত্যা, দুইজনের মৃ*ত্যু*দণ্ড

Explore More Districts