কলমায় বিএনপির হামলায় আ’লীগের দুই নেতা আহত

কলমায় বিএনপির হামলায় আ’লীগের দুই নেতা আহত

মোহাম্মদ সেলিম
লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত আওয়ামী লীগের নেতারা হচ্ছেন বরাকর গ্রামের মৃতঃ সাইজুদ্দিন বেপারীর ছেলে মোঃ নুরু শেখ (৩৮) ও কলমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃ হারুন উর রশিদের ছেলে পল্লী চিকিৎসক মোঃ মুরাদ হোসেন (৩৮)।

তারা দুইজনই কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় এখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে এখানে আবারো দুই গ্রুপের সংঘর্ষের আশংকা করছে কলমাবাসীরা। তবে লৌহজং থানায় মামলা দায়ের পরপরই বিএনপির লোকজনরা কলমা থেকে প্রাথমিকভাবে গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কলমা ইউনিয়নটা বিএনপির একটি শক্ত ঘাঁটি। কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধক্ষ্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান মিজানের বাড়ি হচ্ছে এই কলমা ইউনিয়নে।

এই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন আসামীকে লৌহজং থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

এদিকে ইতোপূর্বে কলমায় যুবদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মৃত্যু দিবস উপলক্ষ্যে স্থানীয়ভাবে গত ৩০ মে খিচুরী রান্নার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। সেই আয়োজনে কলমা আওয়ামী লীগ নেতা কর্মীরা তাতে বাঁধা প্রদান করে। তার ফলে সেখানে সেদিনের আয়োজন অনেকটাই তাদের বাঁধার কারণে পন্ড হয়ে যায়।

সেই ঘটনার জের ধরে একমাস পর অথ্যাৎ গেল বৃহস্পতিবার ৩০ জুন রাত প্রায় ১১টার দিকে কলমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নওপাড়া এলাকায় তাদের দুইজনকে একা পেয়ে তাদের ওপরে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আর তাতেই এই হামলার ঘটনায় তারা দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

হামলায় আহত হওয়া মোঃ নুরু শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মুরাদকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে তার অবস্থা সবচেয়ে খারাপ বলে জানা গেছে।

হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়ে অভিযোগের তীর এখন কলমা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জে.এম তুহিনের দিকে বলে জানা গেছে।

কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবী বলেন, এ ঘটানায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের বিষয়ে কার্যক্রম অব্যাহত আছে।

Explore More Districts