নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাজং শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের যুগ্ন সাংগঠনিক সম্পাদক অন্তর হাজং।
উপজেলার প্রতিটি ইউনিয়নে হাজং টার্গেট করে
ইতোমধ্যে বিভিন্ন গ্রামে আলোচনা সভা সেমিনার করেছেন এই তরুন উদ্যোক্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক হাজং শিক্ষার্থী বলেন, আমি ডিপ্রেশনে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। কিন্তু তরুণ উদ্যোক্তা অন্তর এর সেমিনারের পর মনে সাহস পাই অন্তর একজন ভালো মোটিভেশনাল বক্তা। তার পরপরই নেগেটিভ চিন্তা বাদ দেই।
এ ব্যপারে অন্তর হাজং এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা হাজং সম্প্রদায় অনেকটাই পিছিয়ে ও বঞ্চিত, অবহেলিত, দরিদ্র আর এই করোনা মহামারীতে আমাদের জাতি অনেক বেশী দরিদ্র ও অসহায় হয়ে পড়েছে। আর কেউ কেউ অসহায়তার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর সে কারণেই চেষ্টা করে যাচ্ছি আমাদের হাজং সম্প্রদায়ের প্রতিটি শিক্ষার্থীদের কে রক্ষা করতে যেন তারা অসহায়তার কারণে ভুল সিদ্ধান্ত না নেয়।