কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক দুই | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক দুই | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

নেত্রকোনার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি এলাকা থেকে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ ও তিনটি মোটর সাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫ হাজার টাকা।

আটককৃতরা হচ্ছে, নেত্রকোনা সদরের দিলিপ বনিকের ছেলে গোপাল বনিক (২৪) এবং সাইদ খানের ছেলে দুর্লভ খান (২৪)। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া রবিবার (২২ আগস্ট) সকালে এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপির হাবিলদার মো: এনায়েত হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সীমান্তে অভিযান পরিচালনা করে।

এসময় সীমান্ত পিলার ১১৭২ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করে। পরে আজ মাদকসহ তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।

Explore More Districts