কলমাকান্দায় ভারতীয় সুপারি জব্দ | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

কলমাকান্দায় ভারতীয় সুপারি জব্দ | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। জব্দকৃত সুপারি আনুমানিক মূল্য ২ লক্ষ ৬ হাজার ৫৪০ টাকা।

গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বস্তা সুপারি জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)। যার মধ্যে ছিল, ৪১ হাজার ২৩১টি সুপারি। তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার রাতে
কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল দায়িত্বপালন করছিল। এসময় গোপন তথ্যে সীমান্ত পিলার নং ১১৭৫ এমপি হতে আনুমানিক দুইশত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোড়াগাঁও নামক স্থান হতে ৪১ হাজার ২৩১টি ভারতীয় সুপারি জব্দ করে। আর জব্দকৃত এসব সুপারি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলে তিনি জানান। (৩১ বিজিবি) ব্যাটালিয়ান জানান, সীমান্ত ব্যাপি চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স পদ্ধতিতে চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts