স্মার্টফোন উৎপাদন ও ইন্টারনেট পরিষেবা খাত থেকে কর্মী ছাঁটাই শুরু করেছে শাওমি। চীনে ফের কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বেশকিছু চীনা প্রযুক্তি কোম্পানি ব্যবসা সংকোচন ও কর্মী ছাঁটাই শুরু করেছে। দীর্ঘ এ তালিকায় এবার যুক্ত হয়েছে শাওমির নাম। কোম্পানির মুখপাত্রের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, স্মার্টফোন ও ইন্টারনেট পরিষেবা খাতের ১০ শতাংশ কর্মী ছাঁটাই হচ্ছেন।
শাওমির এক মুখপাত্র মঙ্গলবার জানান, কর্মীদের সর্বোচ্চ ব্যবহার এবং কোম্পানির ব্যয় সাশ্রয় পরিকল্পনায় মোট কর্মী বাহিনীর ১০ শতাংশ ছাঁটাই করতে হচ্ছে। যারা ছাঁটাই হচ্ছেন তাদের স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হবে।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর নাগাদ শাওমির কর্মী ছিল ৩৫ হাজার ৩১৪ জন। এর মধ্যে মূল ভূখণ্ড চীনের কর্মী ৩২ হাজার।
নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাওমির আয় ৯ দশমিক ৭ শতাংশ কমেছে। স্মার্টফোন সেগমেন্ট থেকেই শাওমির মোট আয়ের ৬০ শতাংশ আসত। কিন্তু তৃতীয় প্রান্তিকে শাওমির স্মার্টফোন বিক্রি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ কমেছে।তথ্যসূত্র-বনিকবার্তা