কর্তৃত্ববাদ প্রসারে বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : টিআইবির নির্বাহী পরিচালক

কর্তৃত্ববাদ প্রসারে বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : টিআইবির নির্বাহী পরিচালক

ড.ইফতেখার বলেন, ‘গত ১৬ বছরে কর্তৃত্ববাদ চরমে পৌঁছে গিয়েছিল। সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে করায়ত্ত করে তাঁদের রাজনীতিকীকরণ করা হয়েছিল। পেশাজীবীদের অঙ্গনে দেউলিয়াত্ব সৃষ্টি করা হয়েছিল, যার অন্যতম শিকার ছিল এই বিচার বিভাগ। দুঃখজনকভাবে বিচার বিভাগ কর্তৃত্ববাদ প্রসারণে অনুঘটকের কাজ করেছিল।’

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘এমনকি গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা পালন করেছে, কারণ তারা কর্তৃত্ববাদের কাছে আত্মসমর্পণ করে অযাচিত সুবিধা গ্রহণ করেছিল। তবে এখানে অবশ্য একটি মিশ্র পরিস্থিতিও লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে গণমাধ্যম শত প্রতিকূলতার মধ্যেও তার যথার্থ ভূমিকা পালনের চেষ্টা করেছে। এমনকি বিচার বিভাগের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমাদের গণমাধ্যম যত বেশি স্বাধীনতা উপভোগ করবে, তত বেশি স্বাধীন এবং কার্যকর বিচার বিভাগ আমরা পাব। বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন করে অনেক ধরনের সংস্কার কার্যক্রম চলছে। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত, শুধুমাত্র প্রণীত প্রতিবেদন অনুযায়ী সংস্কারের কোনো সুফল আমরা পাব না।’

Explore More Districts