কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট – দৈনিক আজাদী

বহুল আলোচিত কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিধি সম্মতভাবে গঠিত হয়নি বলে কারণ দর্শানোসহ সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ নিয়ে জনস্বার্থে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মো. ফরিদ। যার রিট পিটিশন নম্বর-৯২১৯/২৪।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক রিট আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক।

ইতিমধ্যে হাইকোর্ট রিটের আদেশ কপি বিষয়ক ‘আইনজীবী প্রশংসাপত্র’ কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত এর কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বলেও নিশ্চিত করেছেন বাদীপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও ক্রীড়া সংস্থার কমিটি গঠনতন্ত্র ও সংবিধান অনুযায়ী গঠন করা হয়নি বলে সংশ্লিষ্টদের কাছে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সম্পাদকের সঞ্চালনায় সাধারণ সভায় কর্ণফুলীতে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।

এতে আগামী ৪ বছরের জন্য গঠিত ওই কমিটিতে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতকে সভাপতি ও মুহাম্মদ সেলিম হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও উপদেষ্টা হিসেবে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে মনোনীত করা হয়। বাকিরা সদস্যরা হলেন, সহ-সভাপতি কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. জহির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, চরলক্ষ্যার ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ক্রীড়া সংগঠক মহিউদ্দিন মুরাদ, যুগ্ম-সম্পাদক পদে ওয়াসিম আহমেদ মারুফ, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার মাসুদ, কোষাধ্যক্ষ আলমগীর বাদশা ও নির্বাহী সদস্য হিসেবে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (তখন যিনি দায়িত্বে থাকবেন), জুলধা ফুটবল একাডেমীর শেখ মুহাম্মদ, ডাকপাড়া ক্রীড়া পরিষদের সাজ্জাদ খান সুমন, ক্রীড়া সংগঠক আলমগীর কবির, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির এম এ রহিম, সিপিপির আব্দুল মাবুদ বাবুল, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সাইদ খান আরজু, কর্ণফুলী বয়েজ ক্লাবের ওয়াজ উদ্দিন আজাদ, চরলক্ষ্যা স্পোর্টস একাডেমির ফরহাদ জিতু, সংরক্ষিত সদস্য হিসেবে মহিলা নেত্রী ও ক্রীড়া সংগঠক মোমেনা আকতার নয়ন ও বসুন্ধরা শুভ সংঘ কর্ণফুলীর শারমিন আকতার মনি।

তথ্য বলছে, ২০১৮ সালে গঠিত হয় কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালে ৯ সেপ্টেম্বর।

Explore More Districts