কর্ণফুলী নদীর মাঝপথে ফেরি বিকল হয়ে পড়েছে। এ সময় নদীর স্রোত বেশি থাকায় ফেরি স্রোতে খেয় হারিয়ে কালুরঘাট রেল সেতুর খুঁটিতে ধাক্কা মারে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পগে ও অর্ধ শতাধিক যানবাহন দুর্ভোগে পড়ে।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে পশ্চিম পার থেকে পূর্ব পারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফেরিতে থাকা বাবলু নামের এক যাত্রী বলেন, ফেরি বিকল হওয়ায় নদীর স্রোতে ফেরি কালুরঘাট রেল সেতুর নিচে খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
ফেরিতে থাকা মালবাহী ট্রাকের সাথে কালুরঘাট রেল সেতুর নিচে থাকা লোহার পাতের সাথে আটকে গেলে ফেরি থমকে যায়। ফেরি বিকল হওয়ায় শত শত গাড়ি নদীর দুই পারে আটকে যায়। ফেরিতে থাকা যাত্রীরা নৌকা যোগে পারাপার করলেও যানবাহন ফেরিতে আটকে যায়। প্রায় ২০ মিনিট পর্যন্ত ফেরি বিকল ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী মো. দস্তগীর বলেন, নগর থেকে আসার সময় আমি নৌকা যোগে বোয়ালখালীতে আসার সময় দেখতে পায় নদীর মাঝপথে ফেরি বিকল হয়ে যায়। এসময় নদীর স্রোতে কালুরঘাট রেল সেতুর দিকে ফেরিকে নিয়ে যেতে দেখা যায়। আমি নৌকাযোগে তখন বোয়ালখালীর দিকে পার হচ্ছিলাম।
কালুরঘাট ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, বর্তমানে ফেরি সচল আছে। ফেরি বিকল হওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিছুক্ষণ বিকল ছিল।