কর্ণফুলীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে ২৬ লাখ টাকা লুট – দৈনিক আজাদী

কর্ণফুলীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে ২৬ লাখ টাকা লুট – দৈনিক আজাদী

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বন্দর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে পরিবারের দাবি।

বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে কর্ণফুলী থানাধীন বৈরাগ (৩নম্বর ওয়ার্ড) দক্ষিণ বন্দর এলাকার মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গিয়াস উদ্দিন বেলু কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং -৩৯। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক তাজু নামের একজনকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাঁর একতলা বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশধারী স্বশস্ত্র একদল ডাকাত ঘরে ভেতরে প্রবেশ করেন। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। পরে ডাকাতেরা বাসায় থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। নগদ টাকাসহ স্বর্ণালংকার বাজার মূল্য মিলে ২৬ লাখ টাকা লুট করেন।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন বেলু জানান, ডাকাতদের হাতে ধারালো দামা, কিরিচ, লোহার রড ও চাকু ছিল। ডাকাতরা ১০-১২ জন ছিল। সবার বয়স ২৫-৪৫ বছরের মধ্যে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হয়েছে। সন্দেহ জনক একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Explore More Districts