করোনার মধ্যেই এশিয়ায় ২০ জন ‘মহামারি কোটিপতি’

করোনার মধ্যেই এশিয়ায় ২০ জন ‘মহামারি কোটিপতি’

করোনা মহামারিতে যখন বিশ্বের ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন, ঠিক তখনই এশিয়ায় ২০ জন নতুন ধনকুবের তৈরি হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের প্রতিবেদনে ওই ২০ জনকে ‘মহামারি কোটিপতি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। তবে ২০ জনের পূর্ণ তালিকা প্রকাশ করেনি অক্সফাম।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়, ‘গত বছরের মার্চ পর্যন্ত কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম ও পরিষেবাগুলো থেকে অর্জিত মুনাফা এই ২০ জনকে নতুন করে কোটিপতি বানিয়েছে। যখন লকডাউনসহ নানা রকমের বিধিনিষেধে অর্থনৈতিক স্থবিরতায় আরও কয়েক কোটি মানুষের জীবিকা ধ্বংস করেছে।’

চীন, হংকং, ভারত ও জাপানের নতুন কোটিপতিদের মধ্যে রয়েছেন লি জিয়ানকুয়ান, যাঁর ব্যবসাপ্রতিষ্ঠান উইনার স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) তৈরি করে এবং ডাই লিঝং, যাঁর কোম্পানি সানসুর বায়োটেক কোভিড-১৯ পরীক্ষার কিট উৎপাদন করে।

Explore More Districts