Itel it2192T Thermo Edition: দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন একটা সময়ে দায়িত্ববান নাগরিক এবং প্রতিষ্ঠিত সংস্থা হিসাবে কর্তব্যবোধকে এড়িয়ে যাওয়া যায় ন। সেই লক্ষ্যেই এবার it2192T Thermo Edition ফিচার ফোনে শরীরের তাপমাত্রা মাপার সেন্সর যোগ করেছে Itel, বলছেন সংস্থার সিইও অরিজিৎ তলাপাত্র।
বিষয়টি করোনাকালে যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের পক্ষেও সুবিধাদায়ক হবে, তা উল্লেখ করতে ভোলেননি তলাপাত্র। তিনি জানিয়েছেন যে সংস্থার এই ফিচার ফোনে যে তাপমাত্রা মাপার সেন্সরটি যোগ করা হয়েছে, তা ঠিক ক্যামেরার পাশেই রয়েছে। এই ফিচারটির সুবিধা নিতে চাইলে গ্রাহককে সবার আগে থার্মো মেনুতে যেতে হবে, থার্মো বাটনটি কিছুক্ষণ ধরে থাকলেই আপনা-আপনি সে কাজ হয়ে যাবে। এবার হাতের তালুর উপরে সেই সেন্সরটিকে ছোঁয়াতে হবে। অথবা আঙুল দিয়ে সেই সেন্সরটি ছুঁয়েও থাকা যায়। কিছুক্ষণের মধ্যে সেলসিয়াসে শরীরের তাপমাত্রা ফোনের স্ক্রিনে ফুটে উঠবে, চাইলে তা বদলে নেওয়া যাবে ফারেনহাইটেও।
কোভিড ১৯ ভাইরাসের দ্বারা সংক্রমিত হলে কারও ক্ষেত্রে উপসর্গ দেখা যাচ্ছে, কেউ বা আবার উপসর্গহীন থাকছেন। তবে দুই ক্ষেত্রেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। সংস্থার এই ফিচার ফোন সেই তাপমাত্রা দরকার মতো মেপে দেখার প্রয়োজনীয়তা মেটাবে বলেই আশা করা হচ্ছে। অবশ্য ফোনটিকে থার্মো ডিশন বলা হলেও এখানেই তার ফিচারের অভিনবত্ব শেষ হয়ে যাচ্ছে না, এখানে যুক্ত করা হয়েছে Text-To-Speech ফিচারও। ইনকামিং কল এলে তা জানান দেবে এই ফিচার; তেমনই আবার মেসেজ, মেনু এমনকি ফোনবুকে থাকা নম্বরও পড়ে শোনাবে দেশের আঞ্চলিক বেশ কয়েকটি ভাষায়। এক্ষেত্রে ফোনে এই ফিচার ব্যবহারের সুবিধা মিলছে হিন্দি, বাংলা, পঞ্জাবি, তামিল, তেলুগু, কন্নড় এবং গুজরাতি ভাষায়। একই সঙ্গে ইংরেজি ভাষাতেও এই ফিচার উপলব্ধ বলে জানা গিয়েছে।
৪.৫ সেন্টিমিটার ডিসপ্লেওয়ালা এই ফোনে রয়েছে রিয়ার ক্যামেরা, রেকর্ডিংয়ের সুবিধাযুক্ত ওয়্যারলেস এফএম রেডিও, কথোপকথন রেকর্ড করার জন্য অটো কল রেকর্ডার, LED টর্চ, ওয়ান টাচ মিউট ফিচারের পাশাপাশি বেশ কিছু প্রি-লোডেড গেম। এর ব্যাটারি ক্যাপাসিটি ১০০০mAh, সুপার ব্যাটারি মোডে রাখলে একবার ফুল চার্জ দিলে এটি একটানা ৪ দিন ব্যবহার করা যাবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। Itel তার এই it2192T Thermo Edition ফিচার ফোনের দাম ধার্য করেছে ভারতীয় মুদ্রায় ১,০৪৯ টাকা।