“করোনাকালীন স্বাস্থ্যসেবা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে মতবিনিময় সভা –

“করোনাকালীন স্বাস্থ্যসেবা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে মতবিনিময় সভা –

রাজবাড়ী বার্তা ডট কম :

“করোনাকালীন স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর এক মতবিনিময় সভা বুধবার বেলা ১১ টায় হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস। আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহমান, কনসালটেন্ট ডাঃ শামীম আহসান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাজনীন সুলতানা, নাসিং সুপারিনটেন্ড বাসনা রানী নন্দী, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন সহ অন্যান্য সনাক সদস্য ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনাকালীন সময়ে হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদান স্বাভাবিকভাবে চলমান রাখা, সভার উদ্দেশ্য বর্ণনা, সভার কার্যবিররণী উপস্থাপন ও গৃহিত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের, তথ্য প্রকাশ, রশিদ ছাড়া টাকা অতিরিক্ত টাকা আদায় (বার্থ সার্টিফিকেট, বেড, কেবিন, ড্রেসিং, ইনজেকশন পুশ ও অন্যান্য), জেন্ডার বিষয়ক আলোচনা (নারী ও পুরুষের আলাদা টেকনিসিয়ান ও চিকিৎসক, নারী ও পুরুষবান্ধব অবকাঠামো ও নিরাপত্তা) সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় হাসপাতাল র্কৃপক্ষ জানান যে, বিভিন্ন দাবীর প্রেক্ষিতে রাজবাড়ী সদর হাসপাতালে বর্তমানে সেন্টাল অক্্িরজেন চালু করা হয়েছে ফলে করোনাালীন যে অক্্িরজেন সমস্যা ছিল তা সমাধান হয়েছে। বর্তমানে হাসপাতালে সেবা নেয়ার জন্য গড়ে প্রায় একহাজার মানুষ প্রতিদিন আসছে এবং তাদেরকে পর্যাপ্ত ঔষুধ দেয়া হচ্ছে এবং নতুনভাবে নিযুক্ত ডাক্তার স্বাস্থ্যসেবার সাথে যুক্ত হয়েছে।

সভায় মুক্ত আলোচনায় সনাকের পক্ষ থেকে জেলা তথ্য বাতায়নে হাসপাতালের তথ্য সংযুক্ত করার সুপারিশ করলে তত্বাবধায়ক জানান যে তিনি বিষয়টি গৃরৃত্বসহকারে দেখবেন এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তথ্য সংযুক্ত করা হবে এবং অভিযোগ ও প্রতিকার বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তত্বাবধায়ক আরো জানান হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়ানো, ডাক্তারদের সাথে আচরণের পরিবর্তন এবং রোগীর সাথে আসা মানুষদের মধ্যে ভিড় না করার প্রবণতা বৃদ্ধির জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। নারী স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে ডাক্তারের সাথে স্বাস্থ্য সহকারী হিসেবে নারী নিয়োগ করার প্রত্যয় এবং জনবল ও অবকাঠামোগত সমস্যা থাকা সত্বেও সেবাগ্রহণকারীদের সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল চত্বরে বিভিন্ন ডায়গোনিষ্ট এর দালালদের বিতারিত করা হয়েছে এবং চলমান আছে। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, পূর্বের তুলনায় হাসপাতালের সেবার মান অনেক উন্নত হয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। উক্ত সভাটি সঞ্চালন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

(Visited 1 times, 1 visits today)

Explore More Districts