সংক্রমণের হার বিবেচনায় করোনার সব কটি ধরনের মধ্যে সবচেয়ে ভয়ানক ভারত থেকে ছড়ানো ডেলটা। দেশে এখন করোনার এই ধরন সংক্রমণ ও মৃত্যু বাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটিকে সম্পৃক্তকরণ, স্বাস্থ্য সচেতনতা মেনে চলা এবং সবাইকে টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁরা বলছেন, টিকা কোভিড-১৯ রোগীদের মৃত্যু থেকে প্রায় ৯৯ শতাংশ সুরক্ষা দিতে পারছে।
