কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আজ সকালে পুলিশ ঘাতক মাহিন আহমেদকে আটক করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় মৃত্তিঙ্গা চা বাগানের মোকাম এলাকায় দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামের আবজার মিয়ার ছেলে মাহিন আহমদ বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত স্বাধীনপাল বাগানের বড় লাইনের বাসিন্দা সীমান্ত পালের ছেলে ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরন করা হবে। ঘটনায় মাহিন আহমদকে আটক করা হয়েছে।

Explore More Districts