কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে চা শ্রমিক নিহত

কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে চা শ্রমিক নিহত

কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে চা শ্রমিক নিহতমৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য দুটি গাড়ি দিয়ে আনা হয় রোজারিও এর বাড়িতে। এসময় ট্রাক্টরটি খ্রিষ্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের করেন মৃত অবস্থায় দেখতে পান।

ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডিএস/এমসি

Explore More Districts