মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর আনজুমানে আল ইসলাহ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা মুজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ মো.আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে, বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা হাফিজুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শাখার সহ-সভাপতি মাও.শিরমিজ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদ কারী আব্দুল মোহিত মুন্না, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, মো. হিফজুর রহমান।
অনুষ্ঠিত ঈদপুনর্মিলনীতে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিন,গাজার সকল মুসলমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করেন।