মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসত ঘরের পাঁচটি রুমের দুটি রুমের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে বের হতে গিয়ে আগুনে আগুনের তাপ লেগে গুরুতর আহত হয়েছেন দুরুদ মিয়া।আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালাম এর হাত কেটে এবং আগুনে দগ্ধ হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ভোরে আগুনের তাপ এবং হোটেল বাবুর্চি সহ অন্যান্যদের চিৎকারে ঘুম ভাঙে দুরুদ মিয়ার ঘর থেকে বের হওয়ার কালে জলন্ত ছাদ উপর পড়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হন। সুর চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে ঘরে থাকা টাকা উদ্ধার করে আনতে গেলে তিনিও আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের দুটি রুমের সব কিচু পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণাৎ আহত দুইজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে থেকে দুরুদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।