কবে আন্দোলনের গতি বাড়বে জানালেন রিজভী

কবে আন্দোলনের গতি বাড়বে জানালেন রিজভী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির অন্য গুরুত্বপূর্ণ নেতারা কারামুক্ত হলেই আন্দোলনের গতি বাড়বে। রাজপথে আরও জোরালো হবে সরকার পতনে দলটির দাবি— এ কথা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অভিযোগ করেন, ‘জবরদখলের সরকার’ জনগণের বাঁচা-মারা পাত্তা দেয় না। দ্রব্যমূল্য বৃদ্ধি আর চাঁদাবাজির কারণে মানুষ ভালো নেই। পানির দাম বাড়াতে কৌশল করছে সরকার।

রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, গণতন্ত্রের লেবাসে দেশে হত্যা-লুট-রাহাজানি চলছে। বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে কারাগারে নেয়ার পর এ পর্যন্ত ১৫ জন মারা গেছে।

প্রসঙ্গত, কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু সব মামলায় জামিন পেয়েছেন। কারামুক্তিতে বিএনপির এ দুই নেতার বাধা নেই গতকাল বুধবার জানিয়েছিলেন তাদের আইনজীবী।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় এতদিন পর্যন্ত তারা আটকে ছিলেন। গতকাল বুধবার দুজনেই মামলাটিতে জামিন পান। অন্য মামলাগুলোতে আরও আগেই জামিন পেয়েছেন।

/এমএন

Explore More Districts