কবি ফুয়াদ সরকারের রাণী সঙ্গমে অনিবার্য আত্মহনন ” গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত – Daily Gazipur Online

কবি ফুয়াদ সরকারের রাণী সঙ্গমে অনিবার্য আত্মহনন ” গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: টঙ্গীর চেরাগালীতে শুচি পাঠচক্র ও পাঠাগার আয়োজিত কবি ফুয়াদ সরকারের ” রাণী সঙ্গমে অনিবার্য আত্মহনন ” গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান গতকাল ৫ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি এবিএম সাইদুল হকের সভাপতিত্বে ও অভিনেতা অমল রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি এডভোকেট শওকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নাট্যজন আজিজ টিপু, শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগক্তা ও নাট্যজন শাহজাহান শোভন, কবি আতিক শাহরিয়ার, নাট্যপরিচালক মনজিল হাসান, শাহিন কাওছার,কবি টুটুল বাঙালী, কবি ফাহাদ হাওলাদার ও কবি ফুয়াদ সরকার সহ কবি ও সাহিত্যকগন উপস্থিত ছিলেন। কবি ফুয়াদ সরকারের কবিতার বই এর আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email

Explore More Districts