কঠোর লকডাউন: ফেনীতে প্রথম দিনে ৩৪৮ মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় – prothom-feni.com

কঠোর লকডাউন: ফেনীতে প্রথম দিনে ৩৪৮ মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় – prothom-feni.com

নিজস্ব প্রতিনিধি->>

ঈদের বিরতি দিয়ে (৮ দিন শিথিল থাকার) শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার জেলা শহর সহ ছয় উপজেলায় ৩৪৮টি মামলায় ১ লাখ ১২ হাজার ৬৩০ টাকা অর্থদন্ড (জরিমানা) আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারকবৃন্দ।

জেলা প্রশাসন সূত্র জানায়,সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের শুরু থেকে মাঠে ছিল জেলা ও উপজেলা প্রশাসনের ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় ৩৪৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৬৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস সর্বাধিক জরিমানা করেছেন। তিনি জানান, অভিযানকালে ৩১ জন ব্যক্তির ১৬ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়ারা ইসলাম ২২ মামলায় ১২ হাজার ৬শ টাকা জরিমানা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ১২ মামলায় ৩ হাজার ৪শ, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ১৪ মামলায় ২ হাজার ৩শ ৫০, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া ২৪ মামলায় ২ হাজার ৪শ, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত ৭ মামলায় ৯ হাজার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ১৯ মামলায় ৪ হাজার ৬শ, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার ১৫ মামলায় ৪ হাজার ৬শ, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরীন কান্তা ১২ মামলায় ১ হাজার ৭শ, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ২৭ মামলায় ৮ হাজার ৪শ, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি ২২ মামলায় ৪ হাজার ৪শ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া আফরোজ ১৫ মামলায় ৩ হাজার ৯শ, তমালিকা পাল ৩২ মামলায় ৭ হাজার ৫শ ৮০ টাকা, আফরোজা আফসানা ১৮ মামলায় ৬ হাজার, এনএম আবদুল্লাহ আল মামুন ২০ মামলায় ২ হাজার ৮শ, লিজা আক্তার বিথী ১৩ মামলায় ৫ হাজার ৪শ, সজল কুমার দাস ১০ মামলায় ৪ হাজার ৬শ, মো. বদরুদ্দোজা ১৯ মামলায় ৮ হাজার ৩শ, শাহিন আলম ১৩ মামলায় ৩ হাজার ৮শ টাকা জরিমানা করেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, কঠোর বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের শুরু থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর ছিল। সকলকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত: করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এটি চলবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

Sharing is caring!

Explore More Districts