কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান ফটক উদ্বোধন

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান ফটক উদ্বোধন

যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার, (১৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন সম্পন্ন হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা খাতুন, বিশিষ্ট সমাজসেবক ইকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন ও সিরাজুল ইসলাম, প্রবীণ ব্যক্তি মোঃ রসুল মোল্যা, প্রবাসী মোঃ লিমন হোসেন, রূপদিয়া বাজারের সিঙ্গার শোরুমের স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ রাজ্জাক মোল্যা, মোঃ ইশারত মোল্যা, শওকত মোল্যা, শেখ আহেদ, মোঃ জিন্নাহ, মোঃ ফারুক হোসেন, মোঃ মাহবুব আলম, রনি ইসলাম, মনা খান প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টার জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Explore More Districts