কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গাছের চারা রোপন

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গাছের চারা রোপন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়নে গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

এ সময় তিনি বলেন,আমার নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ ও ২৫ নং দফার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও পরিবেশ উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে কচুয়াবাসী সকলের সহযোগিতায় আমি সংসদ সদস্য নির্বাচিত হলে, ছাত্র-শিক্ষক অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে কচুয়াকে এগিয়ে নিবো।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদর মাঝে শিক্ষা উপকরণ খাতা-কলম , লিফলেট বিতরণ ও শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা আবুল খায়ের, মো. জাহাঙ্গীর আলম মোল্লা,বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফারুক হোসেন ফখরুল, খোরশেদ আলম, কাজী জামাল হোসেনসহ শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ অক্টোবর ২০২৫

Explore More Districts