চাঁদপুরের কচুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আওতাধীন ১,২ ও ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিল হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-১ কচুয়া আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। এসময় পালাখাল ছালেহিয়া আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ভূঁইয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক সালেহী,গবরখোলা মাদ্রাসার সুপার আলী আর্শ্বাদ সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৯ মার্চ ২০২৫