কচুয়া পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো :আবদুল জলিল।
মাদ্রাসার মুহতামীম হাফেজ মো: শরীফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো : ইকবাল হোসেন, সমাজ সেবক মো : মনিরুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী ও কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: শরীফুল ইসলাম মিঠু,মাদ্রাসার উপদেষ্টা কাজী বজলুল রহমান, সমাজ সেবক আবু নোমান মো: মজিবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কোরআন প্রশিক্ষক হাফেজ মাওঃ কারী এনামুল হক সাদী, কচুয়া দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসারা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মোহাম্মদ ইউসুফ আদনান, শওকত মিয়া,সাবেক কাউন্সিলর ইলিয়াস মিয়াজী,সমাজ সেবক জাকির হোসেন সহ আরো অনেকে। আলোচনা শেষে এ বছরে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের ভালো রেজাল্ট করায় তাদের কে পুরস্কৃত করা হয়। এ সময় মাদরাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক,অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ মে ২০২৫