কচুয়ায় মমতাজ হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে ইঞ্জি. হাবিবুর রহমান

কচুয়ায় মমতাজ হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে ইঞ্জি. হাবিবুর রহমান

চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের ব্রিকফিন্ড ব্যবসায়ী মৃত বাচ্চু প্রধানীয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৫) নির্মম ভাবে দুর্বৃত্ত কর্তৃক হত্যার শিকার হয় ২৫ জুন দিবাগত রাতে। মমতাজ বেগমের শোকাহত পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি শুক্রবার বিকেলে মমতাজ বেগমের বাড়ি পৌছামাত্র তাকে দেখে নিহতের ছেলে সোহেল প্রধানিয়াসহ পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শোকাহতদের সান্তনা দিয়ে বলেন,মমতাজ বেগমের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সকল ধরনের সহযোগীতা করবো। তা ছাড়াও আপনাদের দুঃখ কষ্টে সর্বদা আপনাদের পাশে থাকার দৃহ অঙ্গীকার করছি। দুর্বৃত্তরা কোন ফাঁক-ফোকরে পার পেয়ে যেতে পারবে না, এই বিশ্বাস আপনেরা রাখবেন। শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা জানানোর পর তিনি নিহত মমতাজ বেগমের কবর জিয়ারত করে তাঁর আত্মা মাগফিরাত কামনা করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুন ২০২৫

Explore More Districts