“মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুর আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হক, চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সোহাগ, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর মোল্লা প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
৫ অক্টোবর ২০২৫