কচুয়া উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-১ কচুয়া থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনয়ন প্রত্যাশী মো: জয়নাল আবেদীন প্রধান জয়নালের সমর্থনে ও সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকালে কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব-অধিকার কচুয়া উপজেলার সহ-সভাপতি ডা: নুরুল হুদা ভূঁইয়া আফসারীর সভাপতিত্বে ও উপজেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো: শরীফুল আজম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন, উপজেলা যুব-অধিকার পরিষদের সাবেক সভাপতি মো: সালাউদ্দিন-শি,উপজেলা ছাত্র-অধিকার পরিষদের সভাপতি মো: আবু সাইদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাঈম ব্যাপারী, উপজেলা যুব-অধিকার পরিষদের সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: কবির হোসেন তালুকদার, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো: মাইন উদ্দিন, ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান মৃদুল সহ আরো অনেকে।
ইফতার ও আলাচনা সভায় কচুয়া উপজেলা যুব-অধিকার পরিষদের সাবেক সভাপতি মো: সালাউদ্দিন-শি,এর উপর সম্প্রতি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ, উপজেলা যুব-অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পদে ডা: নুরুল হুদা ভূঁইয়া আফসারীতে মনোনীত করাসহ দলের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলাপ-আলোচনা করা হয়।
এসময় কচুয়া উপজেলা গণ-অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদসহ অন্যাণ্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ মার্চ ২০২৫