কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত – DesheBideshe

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত – DesheBideshe

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত – DesheBideshe

ব্রাজাভিল, ২৬ জানুয়ারি – মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত শান্তিরক্ষীদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউইয়ের তিনজন এবং উরুগুয়ের একজন নাগরিক রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানান, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এম২৩ গ্রুপ।

এদিকে, ডিআর কঙ্গো প্রতিবেশি রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ, বিদ্রোহের পেছনে রুয়ান্ডার সমর্থন রয়েছে। এমন অবস্থায় ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সঙ্গে পৃথক ফোনালাপে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, হামলা চালাতে কঙ্গো সীমান্তে জড়ো হচ্ছে রুয়ান্ডার সেনারা। মূলত, কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা দখলে সেখানকার সশস্ত্র গোষ্ঠী এম২৩-কে সহায়তা করছে রুয়ান্ডার সেনারা।

উল্লেখ্য, ২০১২ সালেও গোমা শহর দখল করেছিল বিদ্রোহীরা। ওই সময় ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রুয়ান্ডা। তখন দ্রুত সময়ের মধ্যে বিদ্রোহীরা গোমা থেকে সরে গিয়েছিল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫



Explore More Districts