কক্সবাজারে হাঁটু পানিতে পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু – Ajker Comilla

কক্সবাজারে হাঁটু পানিতে পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

নভেম্বর ৩, ২০২২


কক্সবাজারে হাঁটু পানিতে পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু – Ajker Comilla

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টের সৈকতের হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এই শিক্ষার্থী।

এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন।

মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সি-সান হোটেলে অবস্থান নিয়ে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই এ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
































আর পড়তে পারেন













Explore More Districts